খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ

খুলনায় রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ক অভিবাসী কর্মীদের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক

‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ এই স্লোগানকে সামনে রেখে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পূরনঃএকত্রীকরণের লক্ষ্যে অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃজনের সহায়ক প্রকল্প RAISE নামে একটি প্রকল্প চালু করেছে।

২০১৫ সাল হতে বিদেশ ফেরত কর্মীগণ এ প্রকল্পের সুবিধার অন্তর্ভুক্ত হবেন। ইতিমধ্যে এ প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ২ লক্ষ্য বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রকল্পটির কার্যক্রম অবহিতকরণ বিষয়ক এক ওরিয়েন্টেশন বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় খুলনা সার্কিট হাউজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব ইমরান আহমেদ উপস্থিত থেকে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

ওরিয়েন্টেশনের আয়োজক খুলনা ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ তাজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক জাহিদ আনোয়ার, প্রকল্পের ঢাকা অফিসের পিএমও মোঃ মনিরুজ্জামান, খুলনা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক প্রবীর দত্ত, খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাক উদ্দিন, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম, খুলনা প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার খুলনা অফিসের ডিআইএন এম মশিউর রহমান, খুলনা ওয়েলফেয়ার সেন্টারের ডেপুটি কাউন্সিলর শুভ্রা রানী চক্রবর্তী প্রমুখ। ওরিয়েন্টেশনে বিদেশ ফেরত ৪০ জন কর্মী অংশগ্রহণ করেন।

প্রকল্পের আওতায় বিদেশ ফেরত কর্মীগণ রেজিস্ট্রেশনের আওতায় এলে যে সকল সুবিধা পাবেন তার মধ্যে রয়েছেঃ ১.নগদ ও প্রণোদনা ২. আত্ম কর্মসংস্থানের সহযোগিতা ৩. ঋণ প্রাপ্তিতে সহযোগিতা ৪.কাউন্সেলিং ৫. উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণের সহযোগিতা ৬.দক্ষতা সনদ প্রদান ৭. কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা ৮. কল্যাণমূলক অন্যান্য সহযোগিতা এছাড়াও রেজিস্ট্রেশনভুক্ত প্রত্যেক বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের ১৩ হাজার ৫ শত টাকা নগদ প্রণোদনা এবং তাদের সেবা প্রাপ্তি সহযোগীকরণের জন্য রিইন্টিগ্রেশন কার্ড প্রদান করা হবে।

প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!