খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১৭ বছর পর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফু্জ্জামান বাবর
  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

খুলনায় যুবলীগের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জ্বালাও পোড়াও করে ক্ষমতায় আসতে চায়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির বার্তা নিয়ে জনগনের পাশে থাকতে চায়। এটাই বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী সন্ত্রাসী দল বিএনপির মধ্যকার পার্থক্য। মানবাধিকার এর ইতিহাস রচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা ক্ষমতায় থাকতে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছেন। তাদের এতিমের টাকায় চুরি করা মামলায় সাজা হওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাসায় আরাম আয়েশে থাকতে দিয়েছেন। শুধু কি এটা বিশ্ব গণতান্ত্রিক ব্যবস্থায় অনন্য উদাহরণ শেখ হাসিনা। যারা ক্ষমতায় থাকতে রাজপথে নামতে দেয়নি। পুলিশি হামলা, সন্ত্রসী হামলা, জঙ্গি হামলা, গ্রেনেড হামলা করে বিরোধী মতকে যারা প্রতিহত করেছে তাদেরকে আজ শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করার সহযোগিতা করছে শেখ হাসিনা। এটাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব। তাই আগামীর স্মার্ট বাংলাদেশ তৈরীতে আমাদের এগিয়ে আসতে হবে । আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে হবে।

খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ ও যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ ও মসিউর রহমান সুমনের পরিচালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নূর ইসলাম বন্দ, যুবলীগ নেতা কাউন্সিলর সুলতান মাহামুদ পিন্টু, কামরুল ইসলাম, মোঃ আবুল হোসেন, শওকত হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, কাজী ইব্রাহিম মার্শাল, কে এম শাহীন, ইয়াসিন আরাফাত, বিপুল মজুমদার, অভিজিৎ পাল, রফিকুল ইসলাম রফিক, ইস্রাফিল জনি, সবুজ হাজরা, ইকবাল কবির লিটন, কাঞ্চন শিকদার, সোহাগ দেওয়ান, এজাজ আহম্মেদ, আব্দুল মালেক, ইমরুল ইসলাম রিপন, লাবু আহমেদ, শওকত হাসান, হারুন উর রশিদ, জামাল শেখ, ইব্রাহিম হোসেন তপু, জামিল আহমেদ সোহাগ, আরীফুল ইসলাম আরীফ, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, রফিকুল ইসলাম রফিক, হিরন হাওলাদার, মোঃ সিনহা, বিপ্লব ধর তত্ত্বী, পলাশ সাহা দেবু, এস এম সাঈদুজাজামান, সাগর মজুমদার, সাদ আহমেদ খান, মোঃ বনি প্রমুখ।

শান্তি সমাবেশ শেষে একটি শান্তি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!