খুলনায় সড়ক দুর্ঘটনায় আলহাজ ইউসুফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর জিরাে পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্যার ইকবাল রোডের বাসিন্দা আহাদ বক্সের ছেলে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লবনচরা থানার অফিসার ইনচার্জ মো: এনামুল হক।
তিনি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে ইউসুফ হরিণটানা থানা ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একাটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তিনি কিছু দূরে গিয়ে পড়ে যান। মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই পরিবারের সদস্যর তার মরদেহ বাড়িতে নিয়ে যায়। আবারও খুমেক হাসপতালে ফিরিয়ে আনা হয়।
জানা গেছে, আলহাজ ইউসুফ হোসেন বড় বাজারের একজন ব্যবসায়ী। তার মৃত্যুর খবর পেয়ে বাজারে শোকের ছায়া নেমে আসে।
এদিকে মরহুমের নামাজে জানাযা নিরালা তাবলিগ মসজিদে বাদ জোহর অনুষ্ঠিত হবে।