খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

খুলনায় ভারতীয় কম্বল, প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ভারতীয় কম্বল, প্রসাধনী ও খাদ্যসামগ্রীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১৪ জুলাই) র‌্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল রেলেওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে খুলনা জেলার সদর থানাধীন রেলেওয়ে স্টেশন এলাকায় কতিপয় ব্যক্তি পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারতীয় কম্বল, প্রসাধনী, খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনয়ন করে খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে চোরাকারবারি মোঃ হান্নান শেখ(৬০), মোঃ মিন্টু ফারাজী(৫০) মোঃ ওহিদুল শেখ(৩০) এবং মোঃ হাফিজুরকে (১৮) গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত থেকে ভারতীয় পন্য ২৫২ পিস পন্ডস ফেসওয়াস, ৬৬ পিস হারমনি সাবান, ২৪ পিস ভারতীয় ডাভ সাবান, ১৪ পিস ফিয়ামা সাবান, ১২ পিস ফগ বডি স্প্রে, ৯৫২ পিস মাইফেয়ার ক্রিম, ৩৮৪ পিস স্কিন সাইন ক্রিম, ৮০৫ পিস স্কিন সানকিস ক্রিম, ১০০ প্যাকেট কাজু বাদাম, ৯৬ পিস ফিউস চকলেট, ৫০ পিস কিটক্যাট চকলেট, ২ কৌটা পেপে গোল্ড ৯৯৯এফ চকলেট, ৩ প্যাকেট প্রভুজি শনপাপড়ী, ৩২০ পিস দুলহান কেশ কালা তেল এবং ৩৮ পিস কম্বল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে ভারত হতে শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আনায়ন করে খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীদের খুলনা জেলার সদর থানায় হস্তান্তর পূর্বক আসামীদের বিরুদ্ধে মামলা দয়ের করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!