খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত নারীর মৃত্যু
  মোংলার চাপড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২
  গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : আজ প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক

খুলনায় বেসরকারী জুট মিলের শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনার আটরা, মিরেরডাঙ্গা শিল্প এলাকার ব্যক্তিমালিকানাধিন মহসেন, আফিল, সোনালী, জুট স্পিনার্স, এ্যাজাক্স , সহ বন্ধকৃত সকল বেসরকারী জুট মিলের শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্রাইচুইটি সহ চুড়ান্ত পাওনা এককালিন পরিশোধের দাবিতে বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে গতকাল (বুধবার ) সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এ্যাজাক্স জুট মিলের শ্রমিক কলোনির সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা মোঃ বাবুল হোসেন এর পরিচালনায় মানবন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান। ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা ওয়াহিদ মুরাদ , বীর মুক্তিযোদ্ধা আজহার মাতব্বর, ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী, ক্বারী আসহাব উদ্দীন, আমির মুন্সি, আফিল জুট মিলের শ্রমিক নেতা নিজামউদ্দিন, আঃ হামিদ, সোনালী জুট মিলের শ্রমিক নেতা লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা মোঃ শহিদুল ইসলাম, আবুল কালাম, মোঃ আলাউদ্দিন, প্রমুখ।

পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি চুড়ান্ত পাওনা আদায় সহ ন্যায় সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে আগামি ১৮ মার্চ শনিবার সকাল ১০ টায় খুলনা ৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র , চন্দ্র এমপি , এর নিকট স্মারকলিপি প্রদান ২০ মার্চ সোমবার সকাল ১০ টায় খুলনা জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে অনশন এবং ২২ মার্চ বুধবার সকাল ১০ টা থেকে ফুলবাড়ীগেটে খুলনা যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করবে শ্রমিকরা।

কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধ ও তথাকথিত মালিকদেরকে অতিদ্রুত আইনের আওতায় এনে শ্রমিকদের টাকা পরিশোধ করার দাবিতে আগামি ২২ মার্চ সকাল ১০ টায় ফুলবাড়ীগেটে রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে।

খুলনা গেজেট/ বিএম শহিদ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!