বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ শুরু হচ্ছে শনিবার। বিকেল সাড়ে ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে উইনার্স ক্লাব বনাম ইয়ং রেডসান ক্লাব।
এর আগে বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগের উদ্বোধন করবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
বিশেষ অতিথি থাকবেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার ও বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ এহসান শাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।
এবারের বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে অংশ নিচ্ছে ১৫টি দল। যার মধ্যে রয়েছে প্রিমিয়ার বিভাগে ৮টি ও প্রথম বিভাগে ৭টি দল। প্রিমিয়ার বিভাগের দলগুলো হচ্ছে- উইনার্স ক্লাব, মোহামেডান স্পোটিং ক্লাব, মহেশ্বরপাশা ক্লাব, খুলনা আবাহনী ক্রীড়া চক্র, টাউন ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, বলাকা স্পোটিং ক্লাব ও ইয়ং রেডসান ক্লাব। প্রথম বিভাগের দলগুলো হচ্ছে- উল্কা ক্লাব, মৌসুমি একাদশ, ডুমুরিয়া তরুন সংঘ, সাবেক খেলোয়াড় সংঘ, এসবিআলি ফুটবল একাডেমি, শেখ কামাল স্মৃতি সংসদ ও দিঘলিয়া ওয়াইএমএ।
২৪ জুলাই থেকে প্রতিদিন দু’টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায় এবং দ্বিতীয় ম্যাচ হবে বিকেল সোয়া ৪টায়। প্রথম ম্যাচে মুখোমুখি হবে উল্কা ক্লাব বনাম দিঘলিয়া ওয়াইএমএ এবং দ্বিতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মৌসুমি একাদশ ও শেখ কামাল স্মৃতি সংসদ।
খুলনা গেজেট/ এস আই