সড়ক দুর্ঘটনায় পঞ্চাশোর্ধ এক পথচারী আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত পৌনে ১০ টার দিকে নগরীর লায়ন্স স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এসময় ওই এলাকার ক্ষুব্ধ জনগণ চালক ও গাড়ি ভাংচুর করেছে।
আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক হায়দার আলী খোকনকে থানায় নিয়েছে পুলিশ।
নিরালা পুলিশ ফাঁড়ির এস আই মো: আব্দুল হান্নান মোল্লা খুলনা গেজেটকে বলেন, রাত পৌনে ১০ টার দিকে একটি গাড়ি নিরালা পার হয়ে গল্লামারীর দিকে যাচ্ছিল। গাড়িটি লায়ন্স স্কুলের সামনে পৌছালে এক ব্যক্তি রাস্তা পার হতে যায়। এসময় গাড়িটি তাকে ধাক্কা দিলে ওই ব্যক্তি রাস্তার অপরপাশে পড়ে যায়। গাড়ির আঘাতে তার একটি পা ভেঙ্গে যায় এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়। আঘাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আহত ব্যক্তির নাম ঠিকানা এখনও পর্যন্ত জানা যায়নি। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
এলাকাবাসি গড়িটির ব্যাপক ভাংচুর চালায়। গাড়ির মালিক হায়দার আলী খোকনকে মারধর করে। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে গাড়ির মালিককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও বলেন, গাড়ি চালানোর সময় মালিক মদ্যপ অবস্থায় ছিলেন। তিনি খুলনা ভিশনের মালিক বলে জানা গেছে।