খুলনায় পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমান বন্দর নির্মাণের স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নির্মাণ কাজ শুরু, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ আসন্ন বর্ষার মৌসুমের পূর্বে নগরীর ড্রেনেজ, পয়ঃনিষ্কাশন ও ওয়াসার কার্যক্রম সম্পন্ন করা এবং মশক নিধনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবীতে আগামী ৬ মার্চ নগরীতে মানব বন্ধন কর্মসূচী পালন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সভায় এসকল দাবি তুলে ধরে মানববন্ধনের ঘোষণা করেন সংগঠনের নেতাকর্মীরা। আলোচনাসভার পরিচালনা করেন সভাপতি শেখ আশরাফ-উজ-জামান ও মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী।
সভায় এক প্রস্তাবে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্চতার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন বৃহত্তর খুলনার প্রার্থীদের নিয়োগ দেওয়ার জোর দাবী জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উন্নয়ন কমিটির সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, সহ-সভাপতি শাহীন জামাল পন, অধ্যাপক মো. আবুল বাসার, যুগ্ম-মহাসচিব মো. মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, শ্রম সম্পাদক মো. খলিলুর রহমান, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, যুব বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মিতুল, আফজাল হোসেন রাজু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. হায়দার আলী, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড ও প্রমিতি দফাদার প্রমূখ।
খুলনা সিটি কর্পোরেশনের পরিধি বৃদ্ধি, শেখ আবু নাসের স্টেডিয়ামের সংস্কারসহ আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যবস্থা করা, ময়ুর নদীর ড্রেজিংসহ স্থায়ী সমাধান, শহররক্ষা বাঁধসহ রিভার ভিউ সড়ক তৈরী, খুলনায় মেরিন একাডেমি ও ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার দাবী জানানো হয়।
খুলনা গেজেট/এমএম