খুলনার খানজাহান আলী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ওই থানা এলাকার গফ্ফারের মোড় নদীর চর থেকে ওই গ্রেনেডটি উদ্ধার করা হয়। পরে র্যাবের সহায়তায় সেটি নিস্ক্রিয় করা হয়।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন খান বলেন, স্থানীয় শ্রমিকেরা নদীর চর থেকে বালু তুলছিল। এ সময়ে একজন শ্রমিক বোমা সদৃশ্য বস্তু দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। পরে র্যাবের বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হলে তারা বোমাটি বিকেল সাড়ে ৫ টার দিকে নিস্ক্রয় করে।
তিনি জানান, গ্রেনেডটি অনেক আগের। তাতে মরিচা পড়েছে। নদীতে জোয়ার ভাটায় চরে ভেসে এসেছে। পরবর্তীতে বালুর আস্তরণে সেটি ঢেকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।