খুলনায় আলোচনা সভায় নাগরিক নেতারা বলেছেন, সংবিধানে জনগণ রাষ্ট্রের মালিক হলেও বাস্তবে তার প্রতিফলন নেই। বরং প্রতিনিয়ত শোষণের শিকার হচ্ছে। সরকার ব্যবস্থায় দিন দিন রাজনীতিকদের অংশগ্রহণ কমছে। বর্তমানে সরকারের ৮৫ ভাগই ব্যবসায়ী। ফলে জন প্রত্যাশার প্রতিফলন হচ্ছে না।
সোমবার (১৮ মার্চ ) বেলা ১১টায় খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে ‘নাগরিকদের কাছে রাষ্ট্রের জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। নাগরিক আন্দোলন খুলনা ও সম্মিলিত সামাজিক আন্দোলন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সভাপতিত্ব করেন নাগরিক আন্দোলন, খুলনার সমন্বয়ক ডা. শেখ বাহারুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সম্মিলিত সামাজিক আন্দোলন এর নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
সম্মিলিত সামাজিক আন্দোলন, খুলনা শাখার সভাপতি প্রসেনজিৎ দত্ত’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ব মহসিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের হুমায়ূন কবির ববি, প্রবীণ নাগরিক আবুল হোসেন, সিপিবি নেতা সুতপা বেদজ্ঞ, সাবেক কাউন্সিলর শেখ কামরুজ্জামান, কবি আসলাম বাবু, নাজমুল তারেক তুষার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নাগরিক অধিকার আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বলেন, রাষ্ট্রে সকল স্তরে জবাদিহিতা, কথা বলার স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে।
খুলনা গেজেট/কেডি