খুলনা, বাংলাদেশ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আজ পবিত্র আশুরা
  ভানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
  গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬

খুলনায় দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনায় অনুমোদনবিহীন ড্রিংকিং ওয়াটার এবং নোংরা পরিবেশ থাকায় ঘোষ ডেয়ারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানিয়েছেন, নগরীর ৫নং মাছ ঘাট এলাকার আল জাবির ড্রিংকিং ওয়াটার কোম্পানিটি অনুমোদন বিহীনভাবে উৎপাদন করছে। তাছাড়া অন্য প্রতিষ্ঠানের লেবেলও ব্যবহার করছে তাদের পানির জারে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নিরালা মোড়ের ভাগ্যকুল ঘোষ ডেয়ারীতে মিষ্টির মধ্যে পোকা ভাসতে দেখতে পেয়েছি; তাছাড়া প্রতিষ্ঠানটির ঘি’র জারে মূল্য ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে মাইকিং করা, লিফলেট, প্যামপ্লেট ও মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/ এস আই

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!