খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

খুলনায় জাতীয় সমবায় দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (শনিবার) সকালে খুলনা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। দিবসের এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সমবায় আন্দোলন জোরদার করে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এজন্য সমবায় সমিতিকে আরো গতিশীল, উন্নত ও শক্তিশালী করা প্রয়োজন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায়কে গুরুত্ব দিয়েছিলেন। সমবায় ভিত্তিক কৃষি খামার গড়ার পরিকল্পনা নিয়ে এর কার্যক্রমও তিনি শুরু করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে সে কর্মসূচি আর অগ্রসর হয়নি। সমবায় দেশের কৃষি, মৎস্যচাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মর্মে তিনি মন্তব্য করেন।

খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। স্বাগত জানান জেলা সমবায় ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট শেখ নাজমুল হোসেন। এছাড়া অনুষ্ঠানে জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান জমাদ্দারসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা বক্তৃতা করেন।

অনুষ্ঠানে সিটি মেয়র পাঁচটি শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং পাঁচজন শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

শ্রেষ্ঠ সমবায় সমিতি হলো: বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমবায় সমিতি লি; রূপসা সাদা মাছ আড়ংদার বহুমুখী সমবায় সমিতি লি; পূর্ব বানিয়াখামার জনকল্যাণ বহুমুখ সমবায় সমিতি লি; খেয়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি: ও দি খ্রীস্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:।

শ্রেষ্ঠ সমাবায়ী হলো: মোঃ ইদ্রিস আলী খান; মোঃ রিয়াজুল ইসলাম; ফ.ম মাহাবুবুল হক; শ্যামল কুমার বিশ্বাস এবং সাবরিনা পারভীন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!