খুলনায় ২৪ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
২৪ জুলাই সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা। এছাড়া সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশন এলাকায় মৎস্য সপ্তাহ চলাকালীন মাইকযোগে ব্যাপক প্রচার-প্রচারণা অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি এবং পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।
২৬ জুলাই সকাল ১০টায় খুলনা গল্লামারি মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই সকাল ১০টায় খুলনা বিশ^বিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্তকরণ, সকাল সাড়ে ১০টায় সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৎস্য সম্পদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং বিকাল তিনটায় আড়ংঘাটায় মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ, সেবা প্রদান, পুকুর, জলাশয়ের পানির ভৌত ও রাসায়নিক পরীক্ষা করা হবে।
২৮ জুলাই সকাল ১০টায় খুলনা গল্লামারি মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে চাষি ও সুফলভোগীদের মাঝে মৎস্যচাষের বিভিন্ন উপকরণ বিতরণ ও বিকাল তিনটায় ডুমুরিয়া উপজেলার বড়ডাঙ্গায় মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক বিশেষ পরামর্শ, সেবা প্রদান, পুকুর, জলাশয়ের পানির ভৌত ও রাসায়নিক পরীক্ষা করা হবে।
২৯ জুলাই সকাল ১০টায় বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএফএফইএ)’র সম্মেলনকক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
৩০ জুলাই সকাল ১০টায় খুলনার গল্লামারি মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/ বিএম শহিদুল ইসলাম