খুলনার দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ২নং আসনে (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে কলম প্রতিকের প্রার্থী সাহারা জলি খানম নির্বাচিত হয়েছে। বুধবার (১৫ জুন) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে ভোট গ্রহন সম্পন্ন হয়।
বেসরকারি ফলাফলে কলম প্রতিক নিয়ে সাহারা জলি খানম ১৫৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদন্দী বই প্রতিকে পারভিন বেগম পেয়েছেন ৭৮৪ ভোট। এছাড়া বক প্রতিকের সেলিনা বেগম পেয়েছেন ২৮৭ ভোট।
নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
উল্লেখ্য, যোগিপোল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (৪.৫ ও ৬) ওয়ার্ডের মহিলা মেম্বর হিসাবে ফিরোজা বেগম মৃত্যুবরণ করলে আসনটি শুন্য হয়ে যায়। এবং নবনির্বাচিত কলম প্রতিকের প্রার্থী সাহারা জলি খানম ফিরোজা বেগমের কন্যা । এই আসনের ভোট ৩ টি কেন্দ্রে ৬১৩৩ জন ভোটারদের মধ্যে ২ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।