খুলনা, বাংলাদেশ | ৫ চৈত্র, ১৪৩০ | ১৯ মার্চ, ২০২৪

Breaking News

  হল-মার্ক কেলেঙ্কারি: তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত-১
  পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়াতে হাইকোর্টে দুদকের আবেদন

খুলনার যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নগরীর ময়লাপোতা মোড় থেকে জিরোপয়েন্ট পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের লাইন শিফটিং কাজের সংযুক্ত সিডিউল মোতাবেক গল্লামারী-সিটি মেইন এবং সেন্ট্রাল-সিটি মেইন লাইনের কাজের জন্যে শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

বুধবার (০১ সেপ্টেম্বর) ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ খুলনার নিবার্হী প্রকৌশলী মোঃ মাহমুদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে : নগরীর রায়ের মহল, কমিশনার, সবুজবাগ, নিরালা, সার্কিট হাউজ, মুন্সীপাড়া, কাস্টমঘাট, হাজী মহসিন রোড, নতুন বাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা, ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে ষ্টেশন, ষ্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব ষ্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজ কোর্ট, জজ কোর্ট সংলগ্ন আবাসিক এলাকা, নগরীর ৫নং মাছ ঘাট, শের-এ বাংলা রোড, আপার যশোর রোড, খানজাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্ম সভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মহসিন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১নং ও ২নং কাষ্টমঘাট, বেঁড়িবাধ, গগণ বাবু রোড, নতুন বাজার, সাতরাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারী রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও তৎসংলগ্ন আবাসিক এলাকা, কেডিএ এভিনিউ, রয়্যল চত্তর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ি খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাবাড়ীর মোড় ও তৎসংলগ্ন আবাসিক এলাকা, ইকবাল নগর, পুরাতন সন্ধ্যা বাজার, রায়পাড়া, মুসলমানপাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রপাড়া ও তৎসংলগ্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ উল্লিখিত সময়ে বন্ধ থাকবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!