আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খুলনা মহানগরীর ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মতবিনিময় সভা করেছেন।
আজ বুধবার (৩০ মার্চ) বিকেল ৪টায় কেএমপি’র হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা’র সভাপতিত্বে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে খুলনা মহানগরীর জনসাধারণের শান্তিপূর্ণভাবে কেনাকাটা এবং নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণে মহানগরীর ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেএমপি’র কমিশনার মহোদয় মতবিনিময় সভায় নিম্নবর্ণিত নির্দেশনা প্রদান করেনঃ
১. খুলনা মহানগরীর সকল মার্কেটে সিসি ক্যামেরা স্থাপন করতঃ সিসি ক্যামেরার সংযোগ আওতাধীন থানা অথবা ফাঁড়িতে সংযুক্ত করতে হবে।
২. পথচারীদের নির্বিঘ্নে চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত রাখতে হবে।
৩. যানজট এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে খুলনা বড় বাজার এলাকায় ভারী যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে।
৪. ব্যবসায়িক প্রতিষ্ঠান ও শপিংমলের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং করা যাবে না।
৫. চুরি-ছিনতাই রোধে থানার মোবাইল ও পেট্রোল ডিউটি জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারী বাড়াতে হবে।
৬. মার্কেটের প্রবেশ পথে ব্যবসায়ীদের নিজস্ব ব্যাবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে চলার সুরক্ষা সামগ্রী রখতে হবে।
৭. সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয় করে কাজ করতে হবে।
খুলনা গেজেট/ টি আই