মাদক উদ্ধার অভিযানে অংশ নেওয়া খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার (১৩ নভেম্বর) রাতে তেরখাদা উপজেলার কোলা বাজারে এ ঘটনা ঘটে।
এ সময় জেলা ডিবির এএসআই মইনুদ্দীনকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারপিটের শিকার কনস্টেবল তবিবুর রহমান, সোহেল রানা ও শামীম রেজাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে হামলায় জড়িত পারভেজ মোল্লা, মফিজুল ইসলাম ও আবু তাহের নামের তিনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় তেরখাদা থানার এস আই কাজী নাগিব শাকিল বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১২০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
খুলনা জেলা ডিবির ওসি নুরুল ইসলাম বাদল জানান, বুধবার রাত ৯টায় তেরখাদার কোলা বাজার সড়কে মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় পারভেজ মোল্লার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পারভেজ মোল্লা চিৎকার দিয়ে লোক জড়ো করে ডিবি সদস্যদের ওপর হামলা চালায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
খুলনা গেজেট/হিমালয়/এএজে