খুলনা, বাংলাদেশ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৪৪ জন

খানজাহান আলী থানার নবনির্বাচিত বিএনপি’র নেতাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

সদ্য সমাপ্ত সম্মেলনে খানজাহান আলী খানা বিএনপিসহ তিনটি সাংগঠনিক ইউনিটের নব-নির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়।
আটরা গিলাতলা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠন এ সংবর্ধনার আয়োজন করে।

ডিসেম্বর (১০ ডিসেম্বর) সন্ধায় গিলাতলা গাফফার ফুড মোড়ে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপি’র নব-নির্বাচিত সভাপতি কাজী মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির নব-নির্বাচিত সাধারন সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা ও ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল্লাহ তারেকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আব্দুস সালাম, যোগীপোল ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর হোসেন, থানা শাখার নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, ২ নং ওয়ার্ড শাখার সভাপতি ইকবাল হোসেন মিজান, যোগীপোল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিটু, ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আটরা গিলাতলা ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, যোগিপোল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন শেখ, ২নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ রইচউদ্দীন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন খানজাহান আলী থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাাদক মিনা মুরাদ হোসেন, থানা মহিলা দলের আহবায়ক শাম্মী চৌধুরী মলি, সদস্য সচিব রেশমী সুলতানা, থানা ছাত্রদলের আহবায়ক মাসুম বিল্লাহ, যুগ্ম আহবায়ক তাজিম হোসেন, থানা সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা মোস্তাক আহম্মেদ, ওয়ার্ড যুবদল নেতা জিয়াউর রহমান, মোয়াজ্জেম হোসেন বাবু, মশিউর রহমান, মোল্যা লোকমান হোসেন, খলিলুর রহমান, আব্দুল হক মোড়ল, মোঃ মহসিন, স্থানীয় বিএনপি নেতা নাসিরউদ্দীন, নজরুল সরদার, জাকারিয়া মাহমুদ পিটো, শেখ জনি হোসেন, মোঃ মারুফ হোসেন, শেখ জিয়াউর রহমান, মোঃ লিমন মোল্যা, মোঃ জুয়েল হোসেন প্রমুখ ।

সংবর্ধনা অনুষ্ঠানে খানজাহান আলী থানা, আটরা গিলাতলা ও যোগীপোল ইউনিয়ন বিএনপি’র নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!