খুলনা, বাংলাদেশ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ২৮ এপ্রিল, ২০২৪

Breaking News

  বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী, বেঁচে গেলেন স্ত্রী
  সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে : ইসি রাশেদা
  ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা এসএম শাহনেওয়াজ ডালিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান গত ১৫ মার্চ প্রেরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করেছেন।

ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামের মৃত মোজাহার সরদারের ছেলে। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে তৃতীয় বারের মত খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

প্রেরিত প্রজ্ঞাপনে জানা গেছে, খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহ নেওয়াজ ডালিমের বিরুদ্ধে সাতক্ষীরার আশাশুনি থানায় দায়েরকৃত মামলা নং-১৪ তাং ২২-০৪-২০২২ দন্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৪২৭/৫০৬ ধারার অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক সাতক্ষীরা ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।

উল্লেখিত মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ ৩৪(১) ধারা অনুযায়ী চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমকে তার দায়িত্ব হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!