বৈরী আবহাওয়া ও দিনভর বৃষ্টির মধ্যে দিয়ে আজ সোমবার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে কয়রায় ভোটগ্রহণ শেষে ৭ ইউনিয়নের মধ্যে ৬টির বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে। উপজেলার ৭ ইউনিয়নের মধ্যে কয়রা সদর ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় ফলাফল স্থগিত রেখে বাকি ৬ ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকা ও এক বিদ্রোহী প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। এছাড়াও মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষ্যনীয়।
তবে কিছু কেন্দ্রে প্রার্থীর এজেন্ট বের করে দেওয়া, কেন্দ্রের বাইরে ভীতি প্রদর্শণী, স্বতন্ত্র প্রার্থী-সমর্থকদের উপর হামলা, প্রার্থীদের কেন্দ্রে প্রবেশে বাঁধা প্রয়োগসহ কক্ষে আটকিয়ে রাখার ঘটনা ও ভোট গ্রহণ স্থগিত হতে দেখা গেছে। অভিযোগ পেয়ে সাথে সাথে সেখানে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখা গেছে।
উপজেলার সদর ইউনিয়নে ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সতন্ত্র প্রার্থীকে মারধরের ঘটনায় কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
বেসরকারিভাবে বিজয়ীরা হলেন আমাদী ইউনিয়নে জিয়াউর রহমান জুয়েল নৌকা প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হয়েছেন। বাগালী ইউনিয়নে আব্দুস ছামাদ গাজী (নৌকা) মহেশ্বরীপুর ইউনিয়নে শাহনেওয়াজ শিকারী (নৌকা), মহারাজপুর ইউনিয়নে মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ (নৌকা), উত্তর বেদকাশী ইউনিয়নে সরদার নুরুল ইসলাম (নৌকা) , দক্ষিণ বেদকাশী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী আছের আলী মোড়ল (আনারস) বিজয়ী হয়েছেন।
খুলনা গেজেট/ টি আই