“ভূমি সেবা ডিজিটাল,বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কয়রা উপজেলা ভূমি অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম।
তিনি বলেন, সারাদেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ডাটা এন্ট্রি কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে সকল ভূমি মালিকরা তাদের তথ্যাদি ইউনিয়ন ভূমি অফিসে জমা দিয়ে ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ দাউদ আলী মোল্যা , কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু ,সাইক্লিং গ্রুপের সভাপতি প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা, ভূমি অফিসের সার্টিফিকেট পেসকার মোঃ আনিছুর রহমান, ভারপ্রাপ্ত নাজির সুজন কুমার পাল, অফিস সহকারী মেহেরুন নেছা প্রমুখ।