সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের আওতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ টি নৌকা ১২ পিচ বিভিন্ন প্রকার অবৈধ জাল জব্দ করেছে বন বিভাগ। এ সময় নৌকা থেকে অবৈধ কীটনাশক উদ্ধার করা হয়।
জানা যায়, গত শুক্রবার রাত্রে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের নেতৃতে অভিযান চালিয়ে এ সকল অবৈধ নৌকা সহ জাল জব্দ করা হয়। এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে অসাধু জেলেরা পালিয়ে যায়।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই