খুলনার কয়রায় গাঁজাসহ শিমুল রায় (১৯) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার মহারাজপুর ইউনিয়নের খড়িয়াগ্রামের গোবিন্দ রায়ের ছেলে। কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
মঙ্গলবার(১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার সময় উপজেলার সদর ইউনিয়নের দেউলিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক শিমুল মহারাজপুর ইউনিয়নের ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্য।
এ বিষয়ে কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন বলেন, গাঁজাসহ একটা ছেলেকে আটক করা হয়েছে। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। শুনেছি সে ছাত্রলীগ কর্মী।
খুলনা গেজেট/ এস আই