খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
  মিল্টন সমাদ্দারের প্রতারণায় সহযোগী ছিলেন তার স্ত্রী : ডিবি প্রধান
  জনগণের ভরসাস্থল অর্জন করতে সক্ষম হয়েছেন সেনাবাহিনী : প্রধানমন্ত্রী

ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

ক্রীড়া প্রতিবেদক

হারলে বিদায়, জিতলে সেমিফাইনালে খেলার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে ব্রাজিলের মুখোমুখি ক্রোয়েশিয়া। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। ক্রোয়েশিয়াকে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ঘরে তোলার মিশনে রয়েছে নেইমারের ব্রাজিল।

সেলেকাওদের জন্য কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। তারা রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ। বিশ্বকাপের মঞ্চে দুইবার দেখা হয়েছে ক্রোয়েশিয়া-ব্রাজিলের। দুইবারই জিতেছিল সেলেকাওরা। তবুও ইউরোপের পরাশক্তি দলটির বিপক্ষে সতর্কতার সঙ্গে একাদশ সাজাবেন তিতে। কারণ বিশ্বমঞ্চে গত ২০ বছরে নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাই সেমিতে নামার আগে অতীত ভাবাচ্ছে ব্রাজিলকে।

কোয়ার্টার ফাইনালে শুরুর ফরমেশনে চমক রাখতে চাইবেন তিতে। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১-২-৩ ফরমেশনে খেলেছিল সেলেসাওরা। এবার ফরমেশন বদলে ৪-৩-২-১ এ খেলতে পারে ব্রাজিল। ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পার তারকা রিচার্লিসন থাকবেন মূল আক্রমণভাগে। দুইপ্রান্ত থেকে তাকে সঙ্গ দেবেন দুই উইঙ্গার রাফিনহা এবং ভিনিসিয়াস জুনিয়র।

গোল মেকিংয়ে ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার জুনিয়র। দুই প্রান্তে যথারীতি ক্যাসেমিরো ও লুকাস পাকুয়েতা। মূল রক্ষণভাগে থিয়াগো সিলভা ও মারকুইনহোসের সঙ্গে রাইট ব্যাকে দানিলো ও লেফট ব্যাকে মিলিতাও খেলতে পারেন। আর গোলপোস্ট অক্ষত রাখার ভূমিকায় লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। অভিজ্ঞতার বিচারে দানি আলভেসের সুযোগ হতে পারে দানিলোর জায়গায়।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (গোলরক্ষক), থিয়াগো সিলভা, মারকুইনহোস, এডার মিলিতাও, দানিলো, ক্যাসেমিরো, লুকাস পাকুয়েতা, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়র, রিচার্লিসন।

খুলনা গেজেট/ এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!