ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লাল-সবুজের দল। এই ব্যর্থতার জন্য নিজেদেরই দুষেছেন ওপেনার লিটন দাস। তিনি মনে করেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশ এখনো অনকটাই পিছিয়ে আছে। বিশেষ করে ব্যাটিংয়ে সামর্থ্যের ঘাটতি রয়েছে।
ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমাদের অনেক জায়গা নিয়ে কাজ করতে হবে। বিশেষ করে আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। অনেকেই বলে টি-টোয়েন্টি কৌশলের খেলা। কৌশলের সাথে দক্ষতাও খুবই গুরুত্বপূর্ণ। পাওয়ার হিটিং খুবই প্রয়োজনীয়। আমি মনে করি এই জায়গায় অনেক পিছিয়ে রয়েছি (পাওয়ার হিটিং)।
শেষ টি-টোয়েন্টিতে ৪৯ রান করা লিটন মনে করেন তিন ম্যাচেই টপ অর্ডার ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, ‘সত্যি বলতে কি, আমরা ভালো ব্যাটিং করিনি। উদ্বোধনী ম্যাচেও আমরা ভালো ব্যাটিং করিনি বা দ্বিতীয় ম্যাচেও ভালো করতে পারিনি, সাকিব ভাই ছাড়া। আমি মনে করি কন্ডিশন ব্যাটিং বান্ধব ছিল। ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে পারেনি। আমার মনে হয় টপ অর্ডারদের ব্যর্থতার কারণে আমরা ভালো করতে পারিনি।’
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের প্রশংসা করে লিটন বলেন, ‘আমি মনে করি আমাদের বোলিং ইউনিট ভালো করতে পারেনি। পুরন এবং মায়ার্সদের কৃতিত্ব দিতে হবে, তারা ভালো ব্যাটিং করেছে। তারা পাওয়ার ক্রিকেট খেলতে পারে, যা আমরা পারি না। অনেক সময় এটা বোলারদের মাথায় কাজ করে যে, এইভাবে হলে তারা মার খেতে পারে। এটি আমাদের বোলারদের ওপর প্রভাব ফেলে।’
‘আমি যদি মায়ার্সের কথা বলি, সে জেনেটিক্যালি খুবই শক্তিশালী। আমাদের দলের খেলোয়াড়রা তা পারেন না। তারা যখনই চায় ছক্কা মারতে পারে, আমাদের দলের অনেক সদস্যের সেই সামর্থ্য নেই।’
বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৬৩ করে। নিকোলাস পুরান এবং কাইল মায়ার্সের ঝলমলে হাফ সেঞ্চুরিতে ১০ বল বাকি রেখে জয়ের লক্ষ্য পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ।
পুরান ৩৮ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন, পাঁচটি চার এবং ছক্কার ইনিংসটি সাজান তিনি। মায়ার্স ৩৮ বলে পাঁচটি ছক্কা এবং দুটি চারের সাহায্যে ৫৫ রান করেন।
খুলনা গেজেট/ এস আই