খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  চাওয়াই নদীতে গোসলে নেমে প্রাণ গেল দুই শিশুর
  গরুবাহী নছিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  জামালপুরে ধান মাড়াই করতে গিয়ে তাঁতী লীগ নেতার মৃত্যু
  দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ক্যাম্পে ফিরলেন নারী ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক

ক্যাম্প বন্ধ থাকায় এতদিন বাড়ির উঠানে, রাস্তায় চলছিল ফিটনেস ধরে রাখার অনুশীলন। অনলাইনে গোলাম রব্বানী ছোটন করছিলেন তদারকি। এবার সরাসরি শিষ্যদের ক্যাম্পে পাচ্ছেন বাংলাদেশ নারী দলের কোচ।

আগামী বছর মার্চে এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাই এবং এপ্রিলে অনূর্ধ্ব-১৭ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাই অনুষ্ঠিত হবে। এ দুটি টুর্নামেন্ট সামনে রেখে শুক্রবার ক্যাম্পে ৩৩ জন খেলোয়াড় যোগ দিয়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চে ক্যাম্প বন্ধ করে দেয় বাফুফে। মারিয়া-মনিকা-কৃষ্ণারা বাড়িতে ফিরে যান। তবে অনলাইনের মাধ্যমে মাঝের সময়টাতে কোচের নির্দেশনার মধ্যেই ছিলেন তারা।

মেয়েদের নিয়ে আগামী শনিবার কাজে নেমে পড়বেন রব্বানী। লম্বা সময় মেয়েরা ক্যাম্পের বাইরে থাকলেও তাদের ফিটনেস নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ।

“আগে দেখা যেত ছুটিতে বাড়ি গেলে মেয়েদের ওজন কম-বেশি হয়ে যেত। কিন্তু এবার তারা অনলাইনে নিয়মিত তাদের আপডেট আমাদের দিয়েছে। আশা করছি, ফিটনেস যে অবস্থায় আছে, তা থেকে দ্রুতই তারা আগের অবস্থায় ফিরতে পারবে।”

বাকি মেয়েরাও পর্যায়ক্রমে ক্যাম্পে ফিরবে। খেলোয়াড়দের সুরক্ষার ব্যাপারে সরকারের নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাফুফের উইমেন্স উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

“আমরা মোট ৬৪ জনের কোভিড-১৯ পরীক্ষা করিয়ে প্রধম ধাপে ৩৩ জনকে ডেকেছি। পরীক্ষা আগে করানো হয়েছে সকলের ঝুঁকির কথা চিন্তা করে। এর মধ্য থেকে একটা বড় সংখ্যা নিজ নিজ ক্লাবে চলে যাবে লিগ খেলার জন্য। তখন অন্যদের ক্যাম্পে নিয়ে আসব।”

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!