কেশবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে গভীর রাতের আঁধারে প্রতিপক্ষরা বসতবাড়িতে হামলা ও ভাংচুর করেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে দু’টি প্রাণ। হামলা কারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত রহমতুল্লাহ বাসিয়ারের ছেলে হাফিজুর রহমান বাবুর (৫৫) সাথে জমা-জমি নিয়ে প্রতিবেশী শরিফুল ইসলাম বাসিয়ারের ছেলে মিঠু বাসিয়ারের বিরোধ দীর্ঘ দিনের। বিরোধের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে ফজলুর রহমানের স্ত্রী তাসলিমা খাতুন (৪৮) শিশু পুত্র মুশফিকুর শিহাব (৬) কে নিয়ে ঘরের ভিতর খাটের উপর ঘুমিয়ে ছিলো। রাত আনুমানিক ১ টার দিকে হটাৎ ঘরের দেয়াল ভেঙে পড়ে। হাফিজুর রহমান জানান স্ত্রী-শিশু সন্তানের চিৎকার শুনে দ্রুত বের হয়ে দেখি মিঠু বাসিয়ার, তাঁর স্ত্রী নাজমা আক্তার লাখি ও তার মাতা আনোয়ারা বেগম সহ অজ্ঞাত ১০/১২ জনকে পালিয়ে যেতে। এসময় আরো দেখি খুব কৌশলে হামলা কারীরা আমার বসতবাড়ি দেয়াল, বাথরুম, পায়খানা ঘর সম্পুর্ন ভেঙে ফেলেছে। যে খাটের উপর তার স্ত্রী ও শিশু সন্তান ঘুমিয়ে ছিলো তার উপরে একটি দেয়াল ভেঙে পড়ে। অল্পের জন্যে দুটো’ জীবন প্রাণে রক্ষা পায়। পুলিশ ঘটনা স্থাল পরিদর্শন করেছে। এব্যাপারে ফজলুর রহমান বাবু ৩ জনসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে থানার এ এস আই ফিরোজ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে যা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
খুলনা গেজেট/কেএম