কেশবপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে কালিয়ারই গ্রামে একাদশ শ্রেণির ছাত্রী (১৬) বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। বাল্যবিবাহ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কালিয়ারই গ্রামের ছাত্রীর বাবা তার কলেজ পড়ুয়া মেয়ের (১৬) বিয়ের আয়োজন করছিলো। বর পক্ষ মেয়ের বাড়িতে পৌছানোর আগেই গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করেন।
এ সময় মেয়ের মায়ের নিকট থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।
খুলনা গেজেট/ এস আই