খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  ড. শেখ আব্দুল রশিদকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে ২ বছরের চুক্তিভিত্তিক নিয়োগ
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
  ছয় মামলায় সাবের হোসেনের জামিন, কারামুক্তিতে বাধা নেই
  দুর্গাপূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
  খুলনায় মাদক মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত
ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতা

কেশবপুরে তিনজনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভান্ডারখোলা বাজারে ইউসুফ খাঁ ও আবুল কাশেমসহ তিনজনকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত জাহাবক্স মোড়লের ছেলে আব্দুল মান্নান বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে আদালতে এ মামলা করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান অভিযোগ আমলে নিয়ে কেশবপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার আসামিরা হলেন, কেশবপুরের হাড়িয়া ঘোপ গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে ইব্রাহিম হোসেন, আব্দুল জলিলের ছেলে রবিউল ইসলাম, দৌলত বিশ্বাসের ছেলে শরিফুল ইসলাম, ইমান আলী বিশ্বাসের ছেলে ইউসুফ, হাফিজুর রহমানের ছেলে হাবিবুল্লাহ, মনছোপ মোড়লের ছেলে শিমুল, ইউনুচ বিশ্বাসের ছেলে সাদ্দাম ডাকাত, ফতেপুর গ্রামের আবুল শেখের ছেলে আসাদ, মৃত লুৎফর খাঁর ছেলে জাহাঙ্গীর হোসেন, আমিনুর শেখের ছেলে বিপ্লব, আবুল শেখের ছেলে মফিদুল, মোমিনুর রহমানের ছেলে মেহেদী হাসান, কওছার শেখের ছেলে সেলিম, ভান্ডার খোলা গ্রামের জওয়াব আলীর ছেলে রাসেল, সামাদ মোড়লের ছেলে বিল্লাল, আবু বক্কারের ছেলে আছির, মহব্বতের ছেলে সিদ্দিক, পরচক্রা গামের নুরালী গাজীর ছেলে মোস্তাফিজুর রহমান, ইয়াদ আলী বিশ্বাসের ছেলে জাকির, মৃত তারিপ মোড়লের ছেলে আজাদ, সাউশালা গ্রামের সোনাই মোড়লের ছেলে সামিদ, সামছুর রহমানের ছেলে ওবায়দুর রহমান, মৃত মোজাম মোড়লের ছেলে নুর ইসলাম, ইনছার আলী সরদারের ছেলে হাফিজুর, হিজলডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে মাসুম, লুৎফর রহমানের ছেলে হাবিবুর, খোবদই গ্রামের ইসমাইল মোড়লের ছেলে আনিছুর রহমান, মৃত আব্দুল মালেকের ছেলে আনিছ, আনছার মোড়লের ছেলে আমজাদ হোসেন, আমিনুর রহমান, মৃত লুৎফর রহমানের ছেলে আজিজ, মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে আলামিন, কালিয়ারই গ্রামের মতলেব শেখের ছেলে সালাম ও বিদ্যান্দকাটি গ্রামের মৃত মিয়াজান দফতরির ছেলে নজরুল ওরফে ঘোড়া নজরুল।

মামলা সূত্রে জানা গেছে, আসামিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। গত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদের নির্বাচনে মামলার বাদী আব্দুল মান্নান, ইউসুফ খাঁ ও আবুল কাশেম আনারস প্রতিকের প্রার্থী আমজাদ হোসেনের সমর্থক ছিলেন। নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আসামি ইব্রাহিম ও রবিউলের নেতৃত্বে আসামিরা ভান্ডার খোলা বাজারে অস্ত্র-সস্ত্র নিয়ে ত্রাস করে। এরমধ্যে আসামিরা মামলার বাদী আব্দুল মান্না, ইউসুফ খাঁ ও আবুল কাশেমকে ধরে কুপিয়ে জখম ও হত্যার চেষ্টা করে। তাদের চিৎকারে বাজারের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্তি করা হয়। পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!