যশোরের কেশবপুর উপজেলায় মোট ৩ লাখ ৩ হাজার মানুষের মধ্যে টিকা নিয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার। উপজেলায় গত সপ্তাহে করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে ৯ জন।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অধিদপ্তর সুত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি হতে ৭ ফেব্রুয়ারি গত ৭ দিনে কেশবপুর হাসপাতালে করোনা পজিটিভ রোগী শনাক্ত করতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৭ জনের। এরমধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ৯ জনের। হাসপাতালে চিকিৎসা সেবা নিতে ভর্তি আছে ৩ জন করোনা পজিটিভ রোগী।
এছাড়াও কেশবপুর সরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৫৫৪ জনের। এরমধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ৭’শ ২৬ জনকে।
কেশবপুর উপজেলায় মোট জনসংখ্যা ৩ লাখ ৩ হাজার। এরমধ্যে করোনা টিকারা প্রথম ডোজ নিয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৭শ। দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৭৩৪ এবং তৃতীয় ডোজ নিয়েছেন ৩ হাজার ৮০৫ জন। তাছাড়া উপজেলার ২৪ হাজার শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
এব্যাপারে কেশবপুর উপজেলা সরকারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, সরকারি হাসপাতালে করোনা টিকার কোন সমস্যা নেই। করোনা টিকা নিতে আগ্রহী সকলকে সকাল ৯ টা হতে দুপুর ২ টার ভিতর হাসপাতালের টিকা কেন্দ্রে আসার আহ্বান করেন।
খুলনা গেজেট/ এস আই