কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক মহিলা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার নামে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক সুপ্রভাত মন্ডল, অরূপ কুমার বসু, সহকারী উপ-পরিদর্শক আব্দুস সালাম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার মজিদপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী হালিমা বেগমকে (৪৮) নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, ‘গ্রেফতারকৃত হালিমা বেগমের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বৃহস্পতিবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম