যশোরের কেশবপুরে ইউপি সদস্য সেলিম হোসেনের উপর সন্ত্রাসীরা হামলা করেছে। গুরুত্বর আহত সেলিমকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে কেশবপুর উপজেলার কলাগাছি বাজারে একদল সন্ত্রাসী এক সময়ের মৃণাল ও হায়দার বাহিনীর স্বক্রীয় সদস্যরা আড়ুয়া গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে সুফলাকাটী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ সেলিম হোসেন মোল্লার উপর পূর্বপরিকল্পিত ভাবে হামলা করে। সন্ত্রাসীদের হামলায় ইউপি মেম্বারকে গুরুত্বর আহত অবস্থায় ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।
শনিবার সকালে সরেজমিনে কলাগাছি বাজারে গিয়ে জানা গেছে, গত ইউপি নির্বাচনকে কেন্ত্র করে ও পূর্ব শত্রæতার জের ধরে আড়–য়া গ্রামের আব্দুল গফফার গাজী, সুলতান গাজী, আলী হাসান মিন্টুর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা শুক্রবার রাতে মেম্বার সেলিম হোসেন মোল্লার উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে। ওই রাতেই মারাত্মক আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার পরিবার। ইউপি মেম্বার আব্দুর রশিদ জানান, তার অবস্থা আশংকাজনক হওয়ায় তার চিকিৎসা নিয়ে তার পরিবার খুব ব্যাস্থ। আহতের পিতার আব্দুল খালেক মোল্লা জানিয়েছেন সে সুস্থ হয়ে উঠলে হামলা কারীদের বিরুদ্ধে মামলা করা হবে।