খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

কেশবপুরে ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী ৭৭ জন

কেশবপুর প্রতিনিধি

কেশবপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অন্তঃত ৭৭ জন। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পর্যায় নেতা কর্মীরা এলাকায় জনসংযোগের পাশাপাশি দলীয় হাইকমান্ডের সাথে যোগাযোগ অব্যহত রেখে চলেছে।

কেশবপুর উপজেলার ইউনিয়ন গুলোতে গেলে জানা যায়, উপজেলায় মোট ১১ ইউনিয়ন রয়েছে। দলীয় প্রতীকে ২০১৬ সালের ২৮ মে সর্বপ্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরমধ্যে ৬টিতে নৌকা,৩টিতে ধানের শীষ ২টিতে বিজয়ী হয়েছিল স্বতস্ত্র প্রার্থীর বিজয়ী হয়েছিল। ইতোমধ্যে তাদের মেয়াদ শেষ হয়েছে। সারাদেশে করোনা মহামারীর কারণে নির্বাচন কমিশনের তেমন কোনো উদ্যোগ না থাকলেও বসে নেই দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।

এর মধ্যে ১ নং ত্রিমোহিনি ইউনিয়নে বর্তমান নৌকার চেয়ারম্যান এস এম আনিসুর রহমানের পাশাপাশি দলীয় মনোনয়ন প্রত্যাশী সৈয়দ নাহিদ হাসান,ওয়াহিদুজ্জামান মিন্টু, বাবুল বিশ্বাস, আব্বাস আলী, জাহাঙ্গীর আলম সুজন।

২নং সাগরদাঁড়ি ইউনিয়নে বর্তমান নৌকার চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন।

৩ নং মজিদপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশের দখলে থাকলেও নৌকার প্রত্যাশী মাওলানা আব্দুল হালিম, গাজী গোলাম সরোয়ার হোসেন, মনোজ তরফদার।

৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে বর্তমান স্বতন্ত্র চেয়ারম্যান আমজাদ হোসেন, ইব্ররাহিম।

৫ নং মঙ্গোলকোটে বর্তমান স্বতন্ত্র চেয়ারম্যান মনোয়ার হোসেন, সাবেক নৌকার প্রার্থী আঃ কাদের বিশ্বাস, মোহাম্মদ মুনসুর আলী মোল্লা, আঃ গফফার।

৬নং কেশবপুর সদর ইউনিয়নে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, সাহাদাত হোসেন, গৌতম রায়,ও রেহেনা ফিরোজ।

৭নং পাঁজিয়া ইউনিয়নে বর্তমান নৌকার চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, জসিমউদদীন, আল বাহার।

৮নং সুফলাকাটি ইউনিয়নে বর্তমান নৌকার চেয়ারম্যান আঃ সামাদ, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি,তুহিন পাড়,মোহাব্বত আলী, মনজ্ঞুরুল ইসলাম।

৯নং গৌরিঘোনা ইউনিয়নে বর্তমান নৌকার চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, রবিউল ইসলাম রবি, মাসুদুর রহমান।

১০নং সাতবাড়িয়া বর্তমান নৌকার চেয়ারম্যান সামছুদ্দিন দফাদার,জি এম হোসেন আলী, মশিয়ার রহমান গাইন, আমজাদ হোসেন,মশিয়ার রহমান দফাদার,মোঃ জয়নাল হোসেন,সাংবাদিক উত্তম ঘোষ।

১১নং হাসানপুর ইউনিয়নে শহিদুজ্জামান শাহিন, এস এম বাবর আলী,আলতাফ হোসেন,সিরাজুল ইসলাম,শেখ আঃ ওহাব আলী প্রমুখ।

এই সমস্ত মনোনয়ন প্রত্যাশীরা নিজ এলাকায় ব্যানার ফেস্টুন দিয়ে নিজেদের জানান দিচ্ছে। এছাড়া অনেকে ইউনিয়ন বাসিদের করোনাকালীন বিভিন্ন প্রকার ত্রাণ সহায়তা করছেন ।

খুলনা গেজেট/ এস আই

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!