খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর

কেশবপুরের স্থগিত কেন্দ্রে নির্বাচন কাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের স্থগিত কেন্দ্রের ভোট কাল সোমবার(৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এ ইউনিয়নের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট কাটাকাটির অভিযোগে স্থগিত হয়ে যায়। এ নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে রয়েছে সংশয়। সুষ্ঠু ভোটের দাবি করেছেন এলাকাবাসী। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশের পাশাপাশি থাকবে র‌্যাব। কেন্দ্রে থাকবেন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিধি বর্হিভূত কার্যক্রমের কারণে প্রিজাইডিং অফিসার ওই কেন্দ্রের ভোট স্থগিত করেন। নির্বাচন কমিশন থেকে ৭ ফেব্রুয়ারি ওই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেন। এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ১১৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ১১৩ জন ও নারী ভোটার ১ হাজার ৬ জন।

কেশবপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ওই কেন্দ্রে মেম্বর পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বর পদে ৪ জন প্রার্থী রয়েছেন। অন্য ৮টি ওয়ার্ডে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী গৌতম রায় ৫ হাজার ৩৮৭ ভোট পেয়েছেন।

এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মোটর সাইকেল প্রতীকের আলাউদ্দীন আলা ৪ হাজার ৯২৯ ভোট পেয়েছেন। নৌকার প্রার্থী এগিয়ে রয়েছেন ৪৫৮ ভোটে। মূলত এ কেন্দ্রের ভোটের ফলাফলেই নির্ধারণ হবে এ দু’জনের মধ্যে কে হচ্ছেন চেয়ারম্যান।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!