খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, কেউ সংগঠন পরিপন্থী কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে। সেজন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত বসে নেই; তারা নানা ধরনের নাশকতার ষড়যন্ত্রে দেশব্যাপী অপতৎপরতা চালাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হলে সংগঠনকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবীর, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. আইয়ুব আলী শেখ, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মো. আশরাফুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, মো. শাহজাদা, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ফেরদৌস আলম চাঁন ফারাজী, আমিনুল ইসলাম মুন্না, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ ফারুক হাসান হিটলু, মো. জাহাঙ্গীর হোসেন খান, শেখ ইউনুস আলী, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, এ্যাড. সরদার আনিসুর রহমান পপলু, মোজাম্মেল হক হাওলাদার, কাউন্সিলর শেখ মোশারাফ হোসেন, শেখ মোশাররফ হোসেন, অধ্যা. রুনু ইকবাল, মাহবুবুল আলম বাবলু মোল্লা, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাশার, তসলিম আহমেদ আশা, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান খোকন, এস এম আকিল উদ্দিন।
সভায় সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ৭টি, দৌলতপুর থানার ৬টি এবং খানজাহান আলী থানার ৩টি ওয়ার্ডের কতিপয় সংশোধনী শেষে অনুমোদন দেয়া হয়।
সভায় ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন সফল করতে খুলনা মহানগরের ৫ থানা থেকে সর্বোচ্চ সংখ্যক দলীয় নেতাকর্মীদের অংশগ্রহনের সিদ্ধান্ত হয়।
আগামী ২৪ জুন শুক্রবার বাদ জুম্মা পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নগরীর প্রত্যেকটি মসজিদে বিশেষ দোয়া, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা করার সিদ্ধান্ত হয়।