কুষ্টিয়ায় নিখোঁজের চার দিন পর সাংবাদিক হাসিবুর রহমান ওরফে রুবেলের (৩১) লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন-এ ঘটনাকে স্থানীয় সাংবাদিকরা ইতোমধ্যে হত্যাকান্ড হিসেবে উল্লেখ করেছেন। যা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকি স্বরুপ। অবিলম্বে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
বিবৃতিদাতারা হলেন- সংগঠনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচএম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল।
খুলনা গেজেট / আ হ আ