খুলনা, বাংলাদেশ | ২৫ বৈশাখ, ১৪৩১ | ৮ মে, ২০২৪

Breaking News

  জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ
  হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বৃদ্ধি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের : হাব
  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ্যান-ট্রা‌ক সংঘ‌র্ষে চালক নিহত

কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

গেজেট ডেস্ক 

কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) শহরের এনএস রোড়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে কুষ্টিয়ার সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল বুধবার বিকেলে কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদের ওপর সন্ত্রাসী হামলা করেছে দৌলতপুরে তিনজনকে পুড়িয়ে হত্যা মামলার আসামির স্বজনরা। এ সময় তাকে প্রাণনাশেরও হুমকি দিয়েছেন তারা। সাংবাদিক রাজুর ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আগামীতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়।

বক্তারা আরও বলেন, দেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিভিন্ন সময় এই ধরনের হামলার বিচার না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত কর‍তে হবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে সাংবাদিকরা নির্বিঘ্নে সংবাদ কাভার করতে পারেন।

মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডাক্তার গোলম মওলা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাজু আহমেদ।

মানববন্ধনে প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম ইভান, বাংলানিউজটোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক সমকালের প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম হৃদয়, ব্রেকিংনিউজডটকমডটবিডির কুষ্টিয়া প্রতিনিধি খালিদ সাইফুল, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি আমিন হাসান, দৈনিক লালন ভূমির ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম, কুষ্টিয়া দর্পণ পত্রিকার স্টাফ রিপোর্টার আসলাম আলী, কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মাহাফুজ আহমেদ তৌহিদ, অর্থনীতি প্রতিদিনের জেলা প্রতিনিধি সালমান, বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সুজন আহম্মেদ, একাত্তর টিভির কোহিনূর ইসলাম, কুষ্টিয়ার সময়ের মোমিন ইসলাম, কুষ্টিয়া দর্পণের স্টাফ রিপোর্টার আবীর হাসান স্বাধীন, পরিবর্তনডটকমের মেজবা উদ্দিন পলাশ, দৈনিক দি টিচারের খন্দকার বিদ্যুৎ হোসেন, সাংবাদিক টিপুসহ বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় হামলার শিকার হন ঢাকা পোস্টের কুষ্টিয়া জেলা প্রতিনিধি রাজু আহমেদ। এ ঘটনায় বুধবার রাতে কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!