খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

কুরিয়ারে সাবানের বক্সে ইয়াবা : নারী আটক

নিজস্ব প্রতিবেদক যশোর

র‌্যাব-৬ এর অভিযানে যশোরের উপশহর এলাকায় একটি কুরিয়ার সার্ভিসে মাদক পরিবহনের সময় এক নারী মাদক ব্যবসায়ীকে ৪ হাজার ২১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

আটক কৃত মাদক ব্যবসায়ীর নাম ফরিদা খাতুন (২৮)। তিনি যশোর রেলগেটে এলাকার মৃত ফজলে ব্যাপারীর মেয়ে।

র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর গোয়েন্দা নজরদারী বৃদ্ধির মাধ্যমে জানতে পারে, একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে অবৈধ পন্থা অবলম্বন করে সল্প মূল্যে ইয়াবা ক্রয় করে যশোর জেলার বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রি করে আসছে। এ ধরনের মাদক কারবারীদের আটক করার লক্ষ্যে র‌্যাব-৬ একটি অভিযান পরিচালনা করে।

এরই ভিত্তিতে রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৬ এর একটি দল যশোর শহরের উপশহরে ২ সেক্টরে অবস্থিত এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সাভিস লিঃ এর ভিতরে অভিযান পরিচালনা করে। অভিযানে কর্টুনের মধ্যে সাবানের বক্সের ভিতরে লুকানো অবস্থায় ৪ হাজার ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে উপস্থিত ফরিদা খাতুনকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতয়ালী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৬ এর কর্মকর্তারা জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খুলনা গেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!