খুলনা, বাংলাদেশ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ২৭ এপ্রিল, ২০২৪

Breaking News

  সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে প্রার্থিতা বাতিল করা হবে : ইসি রাশেদা
  ময়মনসিংহে বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
  বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় নিহত ৩, আহত আরও ২ জন
  গাজা নীতির বিরোধিতা করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

কিভাবে তরল হতে হয় শিলাখণ্ড জানে না

মোঃ ফিরোজ হোসেন

কিছু কিছু কষ্ট মিশে যায় সমুদ্র সফেন ঢেউয়ে
ভিজিয়ে দেয়, আছড়ে পড়ে তীরে;
কিছু কিছু স্মৃতিমাল্য মনোসিন্ধুকের সুগভীরে
সংগোপনে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়া;
কত অভিমানের নেই কোন ভাষা
জমে থাকে কঠিন শিলাখণ্ডের মতো-
চৌকাঠে, কামরাতে কিংবা দেয়ালের ভাঁজে ভাঁজে;
যদিও একটুখানি উষ্ণতায় বরফ গলে যায়
কিভাবে তরল হতে হয় শিলাখণ্ড তা জানে না।

মনোমন্দিরের প্রাঙ্গণে শোভিত ফুলের বাগান
সেখানে হানা দেয় ভাইরাস-ব্যাকটেরিয়া
অবিরত পাপড়ি ঝরে, ঢলে পড়ে গাছেরা
লুটিয়ে পড়ে মৃত্তিকার উপর;
সেখানেই থেমে যায় পৃথিবীর মজনুদের মনোবীণা
ধূসর মেঘ জমে হৃদয়াকাশে;
সেখানে জেগে ওঠে নারীর মতো অবয়ব
রঙে দোলে কপালের টিপ
নোলকের ছায়া নড়ে বাতাসে
বাতায়নের পর্দাতে ভেসে ওঠে-
নারীর ঠোঁটের মতো হাসি
ঘুঙুরের উচ্চণ্ড নৃত্যরত ছোবলে গোখুরার বিষ দাঁত
কেড়ে নেয় অনুবল, স্পৃহা যতকিছু;
তারপর ছেড়ে দেয় ব্যবহৃত পোশাকে
বয়ে দেয় কোমল হাসির ফোয়ারা-
খোলামেলা অন্য কোন উঠোনে;
অনুপম সর্বনাশে ঘুণ ধরে চৌকাঠে
ধ্বসে পড়ে মনোমাকাম।

পরিপাটি বহিরাবরণ, মুখাবয়বও কঠিন
পুরুষের চোখে নেই জল-
বুকের কন্দরে বেদনার হিমালয়, সাত সমুদ্রের জল
ব্যথা পায় ঘরে-বাইরে, ঘাটে-মাঠে-তীরে-বন্দরে
পুরুষেরা কাঁদে না, দুঃখ রাখে গভীর অন্তরে
যার কোন নেই তল;
একটুখানি উষ্ণতায় যদিও বরফ গলে যায়
কিভাবে তরল হতে হয় শিলাখণ্ড তা জানে না।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!