খুলনা, বাংলাদেশ | ১৩ বৈশাখ, ১৪৩১ | ২৬ এপ্রিল, ২০২৪

Breaking News

  চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, সড়কে যান চলাচল শুরু
  বন্ধের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় আজ জরুরী সিন্ডিকেট সভা আহ্বান

কিংস ইলেভেন পাঞ্জাবের দাপুটে জয়

ক্রীড়া প্রতিবেদক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের ষষ্ঠ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে করুণভাবে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবের করা ২০৬ রানের জবাবে বেঙ্গালোর ১০৯ রানে গুটিয়ে গেলে লোকেশ রাহুলের দল পায় ৯৭ রানের বিশাল জয়।

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৬ রান জড়ো করে পাঞ্জাব। দলের পক্ষে রেকর্ড গড়া শতক হাঁকান রাহুল। কোহলির হাতে দুইবার প্রাণ পাওয়ার পর অধিনায়কোচিত ইনিংসে ৬৯ বলের মোকাবেলায় ১৩২ রান করেন ১৪টি চার ও ৭টি ছক্কার সাহায্যে। আইপিএলের ইতিহাসে কোনো ভারতীয় ক্রিকেটার এবং কোনো অধিনায়কের সর্বোচ্চ রানের ইনিংস এটি।

রাহুলের অপরাজিত ইনিংসের সামনে দলের অন্যরা ম্লানই ছিলেন। অন্যান্যদের মধ্যে মায়াঙ্ক আগারওয়াল ২০ বলে ২৬, নিকোলাস পুরান ১৮ বলে ১৭ ও করুণ নারায় ৮ বলে অপরাজিত ১৫ রান করেন। বেঙ্গালোরের পক্ষে শিভম ডুবে দুটি ও যুযবেন্দ্র চাহাল একটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই খেই হারিয়ে ফেলে বেঙ্গালোর। দেবদূত পাড়িকালকে হারিয়ে বিপর্যয়ের শুরু। অ্যারন ফিঞ্চ কিঞ্চিৎ চেষ্টা করলেও ২০ রান করে বিদায় নেন। মাঝখানে এবি ডি ভিলিয়ার্স ও ওয়াশিংটন সুন্দর বিপর্যয় প্রতিরোধের চেষ্টা করলেও তাদের প্রচেষ্টা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষপর্যন্ত ১৭ ওভার ব্যাট করে ১০৯ রানে অলআউট হয় বেঙ্গালোর।

দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে সুন্দরের ব্যাট থেকে। ডি ভিলিয়ার্স করেন ২৮ রান। এছাড়া ডুবে ১২ রান করেন। ব্যাঙ্গালোরের পক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের রানার্স-আপ দলের লেগ স্পিনার রবি বিষ্ণই ও রবিচন্দ্রন অশ্বিন তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া শেলডন কটরেল শিকার করেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

টস : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর

কিংস ইলেভেন পাঞ্জাব : ২০৬/৩ (২০ ওভার)
রাহুল ১৩২*, আগারওয়াল ২৬, নায়ার ১৫*
ডুবে ৩৩/২, চাহাল ২৫/১

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর : ১০৯/১০ (১৭ ওভার)
সুন্দর ৩০, ডি ভিলিয়ার্স ২৮
অশ্বিন ২১/৩, বিষ্ণই ৩২/৩, কটরেল ১৭/২

ফল : কিংস ইলেভেন পাঞ্জাব ৯৭ রানে জয়ী।

 

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!