কাইয়া পর মাত্র ৮১ বলে সেঞ্চুরির দেখা পান সিকান্দার রাজা। প্রথম ওভারে উইকেট হারানোর পর ইনোসেন্ট কাইয়া ক্রিজে আসেন। দলের বিপর্যয় সামলে উলটো ছড়ি ঘোরান বাংলাদেশের বোলারদের উপর। দলকে দেখাচ্ছেন জয়ের স্বপ্ন। শেষ পর্যন্ত ক্যারিয়ারের চতুর্থ ম্যাচেই পেয়ে গেলেন প্রথম সেঞ্চুরির দেখা। ১১৫ বলে শতকের দেখা পান এই ডানহাতি ব্যাটসম্যান।
শরিফুলের করা ৩৩তম ওভারে দুবার জীবন পেয়েছেন কাইয়া। প্রথম বলে থার্ডম্যান অঞ্চলে তাসকিনের হাতে। যদিও কিছুটা কঠিন ছিল। আর দ্বিতীয়টি শেষ বলে শরিফুলের হাতেই। যদিও চেষ্টা করে হাত বাড়িয়েছিলেন, কিন্তু পারেননি। এরপর শরিফুল মাঠ ছেড়ে চলে যান স্ট্রেচারে করে। এর আগে লিটন স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ৮১ রানে। শরিফুল ১ উইকেটে ৭ ওভারে ৩৯ রান দেন। শরিফুল আবার মাঠে ফেরেন দ্রুত। জীবন পাওয়া কাইয়া যেন আরও ভয়ংকর হয়ে উঠছেন, সেঞ্চুরি থেকে ১২ রান দূরে আছেন।
বাংলাদেশ একাদশ: ৩০৩/২ (৫০ ওভার)
জিম্বাবুয়ে: ২৪২/৩ (৪০ ওভার)