খুলনা, বাংলাদেশ | ২৭ বৈশাখ, ১৪৩১ | ১০ মে, ২০২৪

Breaking News

  হবিগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ৩, আহত অর্ধশতাধিক
  চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের এক পাইলট নিহত
  সোহেল চৌধুরী হত্যা : আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামির যাবজ্জীবন, ৬ জনকে খালাস দিয়েছেন আদালত
  সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট

কলেজের শিক্ষক-কর্মচারীদের অ্যডহক নিয়োগের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক

প্রাতিষ্ঠানিক ক্রুটিজনিত কারণে কাউকে বঞ্চিত না করে কলেজ সরকারিকরণের তারিখে কর্মরত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করে অ্যডহক নিয়োগের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতি খুলনা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। মানববন্ধন শেষে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সরকারি কলেজ শিক্ষক সমিতি খুলনা শাখার সভাপতি সরকারি এমএ মজিদ কলেজ দিঘলিয়া খুলনার অধ্যক্ষ মির্জা নুরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সরকারি নর্থ খুলনা কলেজ তেরখাদার প্রভাষক (উদ্ভিদবিজ্ঞান) জিএম শাহিনুর রহমান, উপাধ্যক্ষ খান মোঃ রওশন আলী, সহকারী অধ্যাপক সরদার ইদ্রিস আলী, প্রভাষক মাহমুদ আক্তার, প্রভাষক জি এম সাইফুল ইসলাম, প্রভাষক মুসলিমা খানম, কোষাধক্ষ্য সমীর কুমার সাহা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বৈষম্য না করে সরকারিকরণের তারিখ থেকে কর্মরত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্ত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে অ্যডহক নিয়োগের দাবি জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!