খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের জায়গীরমহল কোমরউদ্দীন ডিগ্রী কলেজের গেইটের সামনে কলেজ ছাত্রীদের ইভটিজিং করার সময় ৩ বখাটেকে আটক করেছে কয়রা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে কলেজ গেটের সামনে ছাত্রীদের উতাক্ত করার সময় পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালি গ্রামের অমল সরকারের ছেলে অমিত সরকার ( ২১), সংকর সরকারের ছেলে শান্ত সরকার (২০) ও কার্তিক সানার ছেলে কিশোর সানাকে আটক করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসামীদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত দেন।