খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

কলারোয়ায় কৃষককে পিটিয়ে জখম

কলারোয়া প্রতিনিধি

বাগেরহাটের কলারোয়ায় ১৫টাকা কেজি চাউলের কার্ডের লিষ্ট থেকে নাম কেটে বাদ দেয়া নিয়ে বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে জখম ও তার বাড়ী ঘর ভাংচুর সহ ফলন্ত কুলগাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে-উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপ্রতিপুর গ্রামে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল জলিল জানান-গত ১৭ডিসেম্বর রাতে গণপ্রতিপুর গ্রামের ফারুক হোসেন, রুস্তম হোসেন, কবির হোসেন, রইচউদ্দীন সহ ১০/১২জন দলবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে তার উপর এ হামলা চালায়।

তাদের হামলায় কৃষত আব্দুল জলিল (৫৫) ও তার ছেলে রনি হোসেন (২২) গুরুত্বর আহত হয়। বর্তমানের আহতরা বাড়ী ছাড়া অস্থায় দিনযাপন করছে। বাড়ীতে ফিরলে তাদেরকে মারধোর করা হবে বলে সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। তিনি আরো বলেন-বাড়ী ঘর ভাংচুর ও ফলন্ত কুল গাছ কেটে দিয়ে প্রায় ৪/৫লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।

তিনিসহ তার পরিবার বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ন্যায় বিচার পাওয়ার জন্য
সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!