খুলনা, বাংলাদেশ | ২৯ বৈশাখ, ১৪৩১ | ১২ মে, ২০২৪

Breaking News

  নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি নিহত
  বয়সসীমা ৩৫ চেয়ে আন্দোলনকারী গ্রেপ্তার ১২ শিক্ষার্থীর জামিন : আদালত
  ঈদুল আজহার পর শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে : শিক্ষামন্ত্রী
  সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ; এসএসসিতে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ, পাসের হারে শীর্ষে যশোর, সর্বনিম্ন সিলেট বোর্ড

কলকাতায় সোয়াইন ফ্লু আক্রান্ত এক নারী

আন্তর্জা‌তিক ডেস্ক

কলকাতায় এক নারী সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন বলে খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যমে জি নিউজ।

জি নিউজ বলছে সত্তরোর্ধ্ব এক নারী কলকাতায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা গুরুতর।

ওই নারীর বাড়ি হাওড়ায়। তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়, তার হৃদস্পন্দন বেশি ছিল, সঙ্গে দুই ফুসফুসেই সংক্রমণ। বর্তমানে তাকে বাই-প্যাপ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে, করোনা আতঙ্কের মাঝেই গত বছরের মাঝামাঝি সোয়াই ফ্লু হানা দিয়েছিল কলকাতায়। জুন মাসে ৩ জন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এবারেও বিচ্ছিন্নভাবে বেশ কয়েকজন সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

সোয়াইন ফ্লু সাধারণত হাঁচি-কাশির মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমিত হয়।

ফ্লু আক্রান্ত ব্যক্তির কাছে থাকলে, তার ব্যবহৃত পাত্রে খাবার খেলে বা ঐ ব্যক্তির কাপড় পড়লে ফ্লু ছড়ানোর সম্ভাবনা থাকে।

সাধারণ সোয়াইন ফ্লু’র উপসর্গ সাধারণ ফ্লু’র মতই হয়ে থাকে।

জ্বর, কাশি, গলা ব্যাথা, শরীরে ব্যাথা, ঠান্ডা ও অবসাদের মত উপসর্গ দেখা দিতে পারে ফ্লু হলে।

পাশাপাশি শ্বাসকষ্ট, র‍্যাশ বা পাতলা পায়খানাও হতে পারে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!