খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

করোনা সংক্রমণরোধে ৫ দফা মেনে চলার অনুরোধ যশোর চেম্বারের

যশোর প্রতিনিধি

করোনা সংক্রমণরোধে যশোর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে শহরবাসীর প্রতি পাঁচ দফা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। সোমবার দুপুর ১২টায় চেম্বার ভবনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও চেম্বারের প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় ওই নির্দেশনা মেনে চলার জন্য ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ করা হয়। সভা শেষে এডিসি রফিকুল হাসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয় এসব নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্দেশিত পাঁচ দফা হলো, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনা, চিকিৎসাসেবা, মৃতদেহ সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁয় কেবল খাদ্য বিক্রি ও সরবরাহ করা যাবে। কোনো অবস্থায় হোটেল রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া যাবে না। শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে দোকানগুলো পাইকারি ও খুচরা পণ্য অনলাইনে কেনাবেচা করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই কর্মচারীর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনো ক্রেতা স্বশরীরে দোকানে যেতে পারবে না। কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে। বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নির্দেশিত ব্যবস্থা কার্যকর রাখতে হবে।

জরুরি সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ব্যবসায়ী নেতা হুমায়ুন কবির কবু, রাশেদুজ্জামান সেলিম, শাহীন চৌধুরী, শফিকুল আজাদ, আশরাফুল আজাদ, শাহানুর আলম ও মাহাবুব আলম লাভলু।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!