খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

করোনা মোকাবেলায় সকলকে স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করতে হবে : সেখ জুয়েল

নিজস্ব প্রতিবেদক

করোনা মোকাবেলায় সকলকে স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে করোনার ভ্যাকসিন আনছেন। পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে। এই মহামারী মোকাবেলায় আমরা মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থেকেছি এবং থাকব। আমাদের সেখ সালাহউদ্দিন জুয়েল এমপির ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের অক্সিজেন কনসেন্ট্রেটর সংযোজন অনুষ্ঠানে এ কথা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র ও খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

মঙ্গলবার বেলা ১২ টায় নগরীর আলীশান মোড়ে ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস ও অক্সিজেন ব্যাংক কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ফারুক হাসান হিটলু, হাফেজ মোঃ শামীম, কাউন্সিলর আনিস বিশ্বাস, কাজী জাহিদ হোসেন, মনিরুজ্জামান সাগর, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড সাইফুল ইসলাম, জেল পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরীদ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের যুগ্ম শেখ শাহজালাল হোসেন সুজন, সাবেক ছাত্র নেতা শেখ আবু হানিফ, সাবেক যুবনেতা নাহিদ মুন্সী, যুবলীগ নেতা এস এম হাফিজুর রহমান হাফিজ, শওকত হাসান, অভিজিৎ চক্রবর্তী দেবু, মসিউর রহমান সুমন, সাবেক ছাত্রনেতা অভিজিৎ পাল, নগর ছাত্রলীগ নেতা রনবীর বাড়ই সজল, মাহামুদল হাসান সুজন, সোহান হোসেন, রাজেশ মাহমুদ, ওয়ার্ড যুবলীগ নেতা মাসুম উর রশীদ, সাগর মজুমদারসহ ফ্রি এ্যাম্বুলেন্স সার্ভিস ও অক্সিজেন ক্যাম্পের সকল ভলেনটিয়াররা।

সভা সঞ্চালনা করেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল। এসময় তিনি বলেন, এ পর্যন্ত প্রায় চার হাজার নগরবাসী এই সেবার আওতায় এসেছেন।

এরপর সংসদ সদস্য খুলনা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহিদ, সাধারণ সম্পাদক হাসান মোল্লা, সাংবাদিক এস এম নজরুল ইসলাম, মোহাম্মদ আলী সানি, মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, কাজী মোতাহার রহমান বাবু, শেখ দিদারুল আলম, মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, মামুন রেজা, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ শাহ আলম, অভিজিৎ পাল, বিমল সাহা, নূর হাসান জনি, সুমন আহমেদ প্রমুখ।

এ সময় তিনি প্রেস ক্লাবের নির্মানাধীণ ব্যাংকুয়েট হল পরিদর্শন করেন। এটি নির্মাণে সকল সহযোগিতার আশ্বাস দেন সংসদ সদস্য।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!