খুলনা, বাংলাদেশ | ২২ বৈশাখ, ১৪৩১ | ৫ মে, ২০২৪

Breaking News

  কাল থেকে দেশের সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সুন্দরবনের গহিনে জ্বলছে আগুন
  দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৬১ জনকে বহিষ্কার করেছে বিএনপি
  মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

করোনার প্রভাবে ১০০ তম বারুণী স্নানোৎসব স্থগিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

করোনার প্রভাবে বাগেরহাটের মোড়েলগঞ্জে ১০০ তম বারুণী স্নানোৎসব ও ধর্মীয় মহামেলা স্থগিত করা হয়েছে। শ্রীধাম লক্ষীখালীর গদিনশীন সেবাইত ও বাংলাদেশ মতুয়া মহসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর আজ শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

শ্রীশ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের ২০৯ তম আবির্ভাব লগ্ন, চৈত্রের মধূকৃষ্ণা তিথি অনুযায়ী আগামী ২৪, ২৫ ও ২৬ এপ্রিল লক্ষীখালীতে মতুয়া ভক্তদের ১০০ তম মেলা অনুষ্ঠিত হবার কথা ছিল।

সাগর সাধু ঠাকুর বলেন, তিথি অনুযায়ী স্নান চলবে। তবে উৎসাবের সাথে নয়। স্ব-স্ব বাড়িতে মঙ্গল ঘটের জল দিয়ে সঙ্গনিরোধ অবস্থায় সকল মতুয়া ভক্তরা নিশানসহ স্নান করে নিবেন। প্রতিবছর এখানে ভারত, নেপাল, ভুটানসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নানা ধর্মের প্রায় ৩ লাখ লোকের সমাগম ঘটে। মতুয়া ভক্তরা পূণ্য লাভের আশায় একযোগে স্নান করেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে শত বছরের ঐতিহ্যবাহী এ মেলা এবছর স্থগিত করা হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!