কমরেড হাফিজুর রহমান ভূইয়া শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রামে অনুপ্রেরণা হয়ে আছেন এবং চিরকাল থাকবেন।” কিংবদন্তী শ্রমিক নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সাবেক সদস্য ও খুলনা জেলা পার্টির সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কমরেড হাফিজুর রহমান ভূইয়ার ৭ম মৃত্যুবার্ষিকীতে সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফুলতলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
পার্টির ফুলতলা উপজেলা কমিটির আয়োজনে উপজেলা কমিটির সভাপতি কমরেড মাস্টার সন্দীপন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড নুর আহমেদ বকুল। উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আরিফুজ্জামান বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তক্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ আনোয়ারুজ্জামান মোল্লা, পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু, পার্টির কেন্দ্রীয় বিকল্প সদস্য ও খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, যুব মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি তৌহিদুর রহমান। আরও বক্তব্য রাখেন কমরেড মজিদ মোল্লা, জামিরা ইউনিয়নের চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, যুবনেতা রেজোয়ান হোসেন রাজা, শাহাবুদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামান পনসহ পার্টির সকল স্তরেরর নেতাকর্মী ও উপজেলাবাসী। স্মরণসভার শুরুতে কমরেড হাফিজুর রহমান ভূইয়ার ফুলতলা উপজেলাস্থ কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কেন্দ্র কমিটি, খুলনা জেলা ও মহানগর কমিটি ও ফুলতলা উপজেলা কমিটির নেতৃবৃন্দ।