সাবেক সিপিবি মহানগর সভাপতি, শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড এ্যাড. ফিরোজ আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান বাবু।
মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশ, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ কমরেড এড. এম এম রুহুল আমিন, কমরেড এড. চিত্তরঞ্জন গোলদার, কমরেড সুতপা বেদজ্ঞ। এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সাবেক সাধারণ সম্পাদক কমরেড অসীম আনন্দ দাস, কমরেড মহেন্দ্র নাথ সেন, কমরেড এড. মোঃ বাবুল হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সাধারণ সম্পাদক কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবির, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড কিংশুক রায়, কমরেড ফজলুল হক, কমরেড এড. সুব্রত কু-ু, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড পলাশ দাস, কমরেড শহিদুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. প্রীতিষ কুমার ম-ল, টিইউসি নেতা রঙ্গলাল মৃধা, রুস্তম আলী হাওলাদার, যুবনেতা মৌফারশের আলম লেনিন, প্লাবন পাল বাধন, ছাত্র নেতা সৌমিত্র সমাদ্দার, সৌমিত্র সৌরভ প্রমুখ।
সভায় বক্তারা প্রয়াত কমরেড এ্যাডভোকেট ফিরোজ আহমেদের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, তিনি রাজনৈতিক কর্মকা-ের বাইরে সামাজিক আন্দোলনেও বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা মেডিকেল কলেজ, রূপসা ব্রিজ, বিমান বন্দর স্থাপন, রেল স্টেশন আধুনিকায়ন প্রভৃতির জন্য নিরলসভাবে আন্দোলন করে গেছেন। বক্তারা কমরেড ফিরোজের আদর্শকে ধারণ করে ভবিষ্যতের আন্দোলন সংগ্রামকে বেগবান করার আহ্বান জানান।
প্রয়াত কমরেড এ্যাডভোকেট ফিরোজ আহমেদের প্রতিকৃতিতে মাল্যদান করে ১ মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।